top of page
  • Writer's pictureAynul Sakib

দুনিয়া ঘুড়ে বেড়াইসি। এখনো পাখির মতো উড়ে বেড়াই।

দুনিয়া ঘুড়ে বেড়াইসি। এখনো পাখির মতো উড়ে বেড়াই।

সত্যি বলতে পৃথিবীর কাছে বাংলাদেশ অনেক ইনসিগনিফিক্যান্ট একটা দেশ।

আমরা যত যাই বলি না কেন, আমাকে এখনো ম্যাপ বের করে মাঝে মাঝেই দেখাতে হয় আমরা কে বা কারা।

আপনি কি জানেন বুরকিনা ফাসোতে ক্যু হইসিল? অথবা বছরের শুরুর দিকে বা কিছুদিন আগে হাইতিত প্রেসিডেন্টকে মেরে ফেলা হইসিল? কিংবা স্লোভাকিয়ার প্রাইম মিনিস্টারকে গুলি করা হিস্যা কিছুদিন আগে?

অথবা, ব্রাসিলে যে লুলা নতুন করে ক্ষমতায় আসছে?

অথবা ইথিওপিয়ায় যে নোবেল পিস প্রাইস পাওয়া প্রেসিডেন্ট সিভিল ওয়ার লাগায় দিসে ?

খুব কম মানুষই হয়তো জানেন।

আমি যেখানে কাজ করি সেখানে আমার টিমে ১৭টা ন্যাশনালিটির মানুষ আছে। তারা সবাই খুব জ্ঞানীই বলবো কারণ এতো কিছু র‍্যান্ডোমলি জানে, বলার মতো না। কিন্তু বাংলাদেশ নিয়ে খুব জানে বইলে আমার মনে হয়না।

এইযে এত কিছু হল। দুই একজনকে জিজ্ঞেস করলাম জানো কিনা কিছু? কেউ জানেনা।

আজকেও অফিসে রিজিওনাল একটা ইভেন্টের অর্গানাইসার ছিলাম। ২০০-৩০০ মানুষের সাথে তো দেখা হইসেই। সবাই জানে আমি বাংলাদেশী। অনেক টপিকেই কথা হিস্যা। কেউ বাংলাদেশে এমন কিছু হচ্ছে জানেনা। জানলে অবশ্যই জিজ্ঞেস করতো আমার ফ্যামিলি ঠিক আছে কিনা।

নর্থ কোরিয়ার মানুষ কিন্তু জানে তারা আমেরিকার পর সবচেয়ে শক্তিশালী একটা দেশ। আমরা ভাবি আমাদের নিয়া দুনিয়া মাথা ঘামাবে। আসলে আমার মনে হয় আমাদের কন্ট্রিবিউশান খুব বেশী না।

একটা দেশ হয়ে এনভিডিয়ার মার্কেট ক্যাপের আট ভাগ্যের এক ভাগ আমাদের জিডিপি। পুরা ষ্টক একচেঞ্জ তো বাদই দিলাম।

এতো বলার এইটাই কারণ যে। নিজেদের অধিকার নিজেদেরই আদায় কইরা নেওয়া লাগবে। এইখানে বড়ভাই মিডিয়াগুলাকে ট্যাগায় খুব লাভ নাই। হয়তো চিপায় একটা কভারেজ পাবো। এইতো।

আমার কাছে ভালো এ্যাপ্রোচ কি মনে হয় জানেন? আন্দোলনের রেসাল্ট যাই হোক, খুব ডেঞ্জারাস হওয়া লাগবে। যেন আমার কথা ম্যাটার করে।ইউ এনের পোডিয়াম থেকে একটা পেপারের কলাম, যেখানেই যা বলি আমার কথা যেন ম্যাটার করে। নিজের দায়িত্ব নিজের নিয়ে যতটা সম্ভব নিজের যায়গা পোক্ত করা। মনে করেন কাছেরই উদাহরণ টানা। ডক্টর ইউনুস এর মতো কিছু। যার কথা ম্যাটার করে।

অধিকারের আন্দোলন চলুক সমান তালে। মাথায় রাখতে হবে, আমরা সবাই নিজেকে একটা উচ্চতায় নিতে পারলে এইসব হীরক রাজাদের বেল কই?

কমপ্লেইন, প্রোটেস্ট, জ্বালায় দাও, নিজেকে দুনিয়ার পরিধিতে তৈরি করো। নিজের চিন্তার আর জ্ঞানের সিলিং যেন খুব হাই হয়।

দুনিয়া যেন বলে বাংলাদেশ থেকে কি সব বারুদ বের হচ্ছে। এরা তো দুনিয়া টেকওভার করে ফেলবে। যেমনটা এখন ভারতীয়দের নিয়ে বলে।

সংস্কার এখন সময়ের দাবি। দেখি আগামী কাল কি হয়। আল্লাহ সহায় হোক আমাদের।

আমাকে যারা চিনেন, তারা জানেন আমি দেশে থাকলে আজকে হয়তো রাস্তায়ই থাকতাম। বিদেশে থেকে তো আর পারছিনা।

যদি কোন সাহায্য লাগে, জানাবেন। ভালো কাজের সাপোর্ট আমার সবসময়ই ছিল, আছে, থাকবে।

17 views0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page